বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ - ১০:২৭
কিয়ামত দিবসে ঈর্ষণীয় মর্যাদার অধিকারী মানুষ!

‘সৎকাজের আদেশ ও অসৎকাজে বাধা’ যেমন ইহকালীন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখে, তেমনি তা পরকালীন জীবনে ঈর্ষণীয় পুরস্কার প্রাপ্তির কারণ হয়।

হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,  
أَلا اُخْبِرُکُمْ عَنْ اَقْوامٍ لَیْسُوا بِأَنْبِیاء وَ لا شُهدَاء تَغْبِطُـهُمْ النّاسُ یَـوْمَ الْقِـیامَةِ... یَأْمُرُونَهُمْ بِما یُحِّبُ اللّه ُ وَ یَنْهَوْنَهُمْ عَمّا یَکْرَهُ اللّه ُ 

কিছু মানুষ আছে যারা নবীও নন, শহীদও নন; কিন্তু কিয়ামতের দিন তাদের মর্যাদা দেখে মানুষ ঈর্ষা করবে। আল্লাহ তাআলা ‘আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার (সৎকাজের আদেশ ও অসৎকাজে বাধা দেওয়া)’-এর বদৌলতে তাদের এ মর্যাদা দান করবেন। 

[সূত্র: মুসতাদরাকুল ওয়াসায়েল, খণ্ড- ১২, পৃষ্ঠা- ১৮২]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha