মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ - ২১:২০
বেইতে হানুনে প্রতিরোধের প্রাণঘাতী অভিযানে আনসারুল্লাহর প্রতিক্রিয়া

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর গাজার উত্তরাঞ্চলের বেইতে হানুনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রাণঘাতী সম্মিলিত অভিযানের প্রশংসা করে এক বিবৃতি দিয়েছে। তারা বলেছে, এই অভিযান প্রতিরোধের শক্তি, সংগঠন ও অটল প্রতিজ্ঞার প্রমাণ দিয়েছে এবং দখলদার শত্রুর ওপর ভয়াবহ মনস্তাত্ত্বিক ও সামরিক ধাক্কা এনে দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: বিবৃতিতে বলা হয়, “বেইত হানুনে এই বীরোচিত অভিযান, দখলদার শত্রুর অব্যাহত গণহত্যা, অবরোধ ও গাজার জনগণকে অনাহারে রাখার নীতির মধ্যেই সংঘটিত হয়েছে। এ অভিযান ছিল এক প্রতিরোধমূলক জবাব, যা শত্রুর মনোবল ভেঙে দিয়েছে এবং তার পরাজয়কে স্পষ্ট করেছে।”

আনসারুল্লাহ আরও জানায়, “এই অভিযানের মাধ্যমে প্রতিরোধ প্রমাণ করল যে ইসরায়েল ও তার মিত্র শাসকগোষ্ঠীর প্রতিরোধ ধ্বংসের আশা ব্যর্থ হয়েছে। দখলদাররা ভেবেছিল, এই যুদ্ধে প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে, অথচ বাস্তবতা হলো—প্রতিরোধ আরও শক্তিশালী ও সংগঠিত হয়ে উঠেছে।”

ইসরায়েলি সেনাবাহিনীর স্বীকারোক্তি ও হতাহতের বিবরণ
ইসরায়েলি সেনাবাহিনী সংবাদ প্রকাশে কঠোর সেন্সর আরোপ করলেও, মঙ্গলবার ভোরে তারা স্বীকার করতে বাধ্য হয় যে বৈত হানুনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নতুন এক ‘মৃত্যুকূপ’ ধরনের অভিযানে তাদের অন্তত ১৯ সেনা নিহত বা আহত হয়েছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর দুইটি ব্যাটালিয়ন বৈত হানুন শহরে প্রবেশ করে ‘পরিষ্কার অভিযান’ পরিচালনার সময় এই হামলার মুখে পড়ে। এতে ৫ সেনা নিহত এবং ১৪ জন আহত হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা সংকটজনক, অপর ছয়জন মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

তথ্য অনুযায়ী, কাফির ব্রিগেডের অধীনস্থ ৯৭তম ব্যাটালিয়নের একদল সেনা যখন পায়ে হেঁটে একটি রাস্তা অতিক্রম করছিল, তখন দূরনিয়ন্ত্রিত দুটি শক্তিশালী মাইন বিস্ফোরিত হয়। এরপর যখন তারা আহত সেনাদের উদ্ধার করতে এগিয়ে আসে, ফিলিস্তিনি যোদ্ধারা আকস্মিকভাবে গুলি চালিয়ে আরও সেনাদের হত্যা ও আহত করে এবং উদ্ধার প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত করে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha