শনিবার ৫ এপ্রিল ২০২৫ - ০৯:০০
শত্রুদের কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষ দাঁড়ায়

ইরানের ইসলামী বিপ্লবের কিছু অপরিবর্তনীয় নীতি রয়েছে, যা টিকে থাকা, বিকাশ ও লক্ষ্য অর্জনের জন্য সংরক্ষণ জরুরি।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোহাম্মদ বাকের ফরজানে, ১৫ ফারভার্দিন পবিত্র ইমাম রেজা (আ.) মাজারে জুমার নামাজের খুতবায় বলেন: ইরানের ইসলামী বিপ্লবের কিছু অপরিবর্তনীয় নীতি রয়েছে, যা টিকে থাকা, বিকাশ ও লক্ষ্য অর্জনের জন্য সংরক্ষণ জরুরি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিপ্লবী চেতনা বজায় রাখা। ইরানের অগ্রগতির পথ হলো এই চেতনা ও সংগ্রামী মনোভাব পুনর্জীবিত করা।  

তিনি বলেন, বিপ্লবী চেতনার মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে নেতৃত্বের প্রতি আনুগত্য, শত্রু চিনে রাখা, জিহাদী প্রচেষ্টা, সংযম, শত্রুর চাপে দৃঢ়তা, ঐক্য, গৌরবময় ভবিষ্যতের প্রতি আশা এবং বিলাসিতা থেকে দূরে থাকা। নেতৃত্বের অবাধ্যতা—যিনি জ্ঞান, অভিজ্ঞতা, দয়া ও কল্যাণকামিতায় ভরপুর—তা পরিতাপের কারণ। ইরানের মানুষ বারবার প্রমাণ করেছে, তারা শত্রুর মোকাবিলায় দৃঢ়।  

তিনি যোগ করেন, বিপ্লবী চেতনা মানেই সামরিক শক্তি দিয়ে শত্রুকে প্রতিরোধ করা। ইরানের ক্ষমতা শত্রুর ঘাঁটিগুলোকে ধ্বংস করতে সক্ষম। শত্রু চায় মানুষের আশা নষ্ট করতে, কিন্তু পারবে না। ২২ বাহমান ও কুদস দিবসের মিছিল দেখিয়েছে, আমেরিকা দেশে-বিদেশে যা-ই করুক, ইরানের জনতা সেনাবাহিনীর পাশাপাশি তাদের মুখোমুখি হবে। আশা ও আল্লাহর উপর ভরসা নিয়ে এই পথেই এগিয়ে যাবে ইরান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha