হাওজা নিউজ এজেন্সি: তিনি বলেন, "আমেরিকা ফিলিস্তিনিদের সমর্থনে আমাদের অভিযান থামাতে পারেনি, লোহিত সাগরে ইসরাইলি জাহাজ রক্ষায়ও তারা অক্ষম।" আল-হুথি আরব দেশগুলোর নীরবতাকে "নৈতিকভাবে অগ্রহণযোগ্য" বলে সমালোচনা করেন।
এদিকে আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরো সদস্য মুহাম্মদ আল-বাখিতি জানান, "আমেরিকার সঙ্গে আলোচনার প্রয়োজন নেই। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে আমাদের অভিযান বন্ধ হবে। সংঘাত বাড়ালে আমরাও তার জন্য প্রস্তুত।"
উল্লেখ্য যে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের হুথি বাহিনী বারবার হামলা চালাচ্ছে। এর জবাবে মার্কিন-ব্রিটিশ বাহিনীর হামলায় ইয়েমেনের বেসামরিক নাগরিক নিহত হলেও হুথি নেতৃত্ব দাবি করে, তাদের ক্ষমতা অটুট। তারা সম্প্রতি লোহিত সাগর ও ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরাইলের বন্দরগামী জাহাজে হামলা তীব্র করেছে।
আপনার কমেন্ট