রবিবার ৬ এপ্রিল ২০২৫ - ১৮:০৬
গাজার ৭০ শতাংশ পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

গাজা ভূখণ্ডে ইসরায়েলি কর্তৃপক্ষের পানি সরবরাহ বন্ধের সিদ্ধান্তে গাজার ৭০% এলাকায় পানি সংকট চরমে পৌঁছেছে।

হাওজা নিউজ এজেন্সি: ইসরায়েলের রাষ্ট্রীয় পানি সরবরাহকারী সংস্থা ‘মেকোরট’ গাজার শুজাইয়া এলাকায় পাইপলাইন বন্ধ করে দিয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষের অভিযোগের কেন্দ্রে রয়েছে। গাজার পৌরসভার মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযানের সময় এই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া অথবা রাজনৈতিক সিদ্ধান্তই এই সংকটের কারণ হতে পারে। 

শুজাইয়া এলাকায় গত কয়েক দিন ধরে ইসরায়েলি সেনাদের অভিযান চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় অবকাঠামোতে বিমান হামলা ও যুদ্ধের প্রভাবের কারণে পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল। তবে পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে, “এটি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যেও করা হতে পারে।” ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই অভিযোগের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, গাজায় দীর্ঘদিন ধরে চলা অবরোধ, অবকাঠামোর ধ্বংসস্তূপ এবং দূষিত পানি সরবরাহের কারণে ইতোমধ্যেই জনজীবন বিপর্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, গাজার ৯০% এর বেশি পানি মানবসেবার অনুপযোগী। এ পরিস্থিতিতে মেকোরটের সরবরাহ বন্ধ হওয়াকে “জীবনমরণ ইস্যু” বলে বর্ণনা করেছেন স্থানীয় অধিবাসীরা। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, পানি সংকটের কারণে ডিহাইড্রেশন, পানিবাহিত রোগ এবং শিশু মৃত্যুর ঝুঁকি বেড়েছে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের এই পদক্ষেপকে “সমষ্টিগত শাস্তি” বলে নিন্দা জানিয়ে তাৎক্ষণিক পুনরায় সরবরাহ চালুর দাবি করেছে। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha