হাওজা নিউজ এজেন্সি: ৫ এপ্রিল ‘আন্তর্জাতিক ফিলিস্তিনি শিশু দিবস’ উপলক্ষে হামাস এক বিবৃতিতে এ দাবি জানিয়ে ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি তোলে। সংগঠনটির বক্তব্যে বলা হয়, “ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞ এখনো থামেনি। ফিলিস্তিনি শিশুদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা মানবতার জন্য কলঙ্ক।”
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে গাজায় শিশু মৃত্যুর হার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। গত মার্চে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছিল। যদিও তারা এই সংখ্যা আরও বেশি হবে বলে জানিয়েছিল।
ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসের এই দাবির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে পারেনি। তবে ইসরায়েলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, হামাস বেসামরিক স্থাপনা ও জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করায় শিশুসহ সাধারণ নাগরিকের প্রাণহানি ঘটছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ গাজায় শিশু মৃত্যুর তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধবিরতি ও জরুরি মানবিক সহায়তা প্রেরণের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় শিশুদের ওপর হামলাকে “নৈতিক পতন” বলে মন্তব্য করেছেন।
আপনার কমেন্ট