রবিবার ৬ এপ্রিল ২০২৫ - ১৮:০৯
আফগানিস্তানে মার্কিন সামরিক বিমান অবতরণের খবর 'গুজব': তালেবান

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটিতে একটি মার্কিন সি-১৭ সামরিক বিমান অবতরণের অভিযোগকে “গুজব” বলে দাবি করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

হাওজা নিউজ এজেন্সি: পাকিস্তানি নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমের কিছু অ্যাকাউন্ট থেকে এই খবর প্রকাশের পরই তালেবানের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।

তালেবান সরকারের মুজাহিদ আফগান বার্তা সংস্থা আফাককে বলেন, “আমেরিকান সেনারা আফগানিস্তানে প্রবেশ করতে পারবে না, আর তালেবানও কোনো দেশকে তা করতে দেবে না।”

প্রকাশিত ওই খবরে দাবি করা হয়েছিল, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে মার্কিন সামরিক বিমানটি বাগরামে অবতরণ করেছে। এই বিমানঘাঁটি অতীতে মার্কিন বাহিনীর প্রধান অপারেশনাল ঘাঁটি হিসেবে ব্যবহৃত হলেও ২০২১ সালে আন্তর্জাতিক বাহিনীর প্রত্যাহারের পর থেকে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

মুজাহিদের বক্তব্যে স্পষ্ট করা হয় যে, “বিদেশি শক্তির সামরিক উপস্থিতি আফগান ভূখণ্ডে অনুমোদনযোগ্য নয়।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha