বুধবার ৯ এপ্রিল ২০২৫ - ১৮:১৪
ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে: মার্কিন গণমাধ্যম

মার্কিন গণমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে ইয়েমেনে হুথি আনসারুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। গত তিন সপ্তাহে প্রায় ১০০ কোটি ডলার ব্যয় সত্ত্বেও হুথিদের সামরিক শক্তি ধ্বংস বা তাদের আক্রমণ প্রতিহত করতে মার্কিন বাহিনী সফল হয়নি।

হাওজা নিউজ এজেন্সি: সিএনএন জানিয়েছে, ইয়েমেনি বাহিনী গত বুধবার আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে, যা এযাবৎ ধ্বংস হওয়া ১৮তম মার্কিন ড্রোন। নিউইয়র্ক টাইমসের গোপন দলিল উদ্ধৃত করে বলা হয়েছে, পেন্টাগন কর্মকর্তারা কংগ্রেসকে জানিয়েছেন যে হুথিদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অস্ত্রাগার ধ্বংসে তারা “সীমিত সাফল্য” পেয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষক আহমাদ নাগির মতে, “বিমান হামলার মাধ্যমে হুথিদের পিছু হটানো সম্ভব নয়; এ জন্য স্থল অভিযান প্রয়োজন।”

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, “ইয়েমেনে আনসারুল্লাহর বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও জটিল পর্যায়ে প্রবেশ করায়, মার্কিন কংগ্রেসের ওয়াকিবহাল সূত্রগুলি বলছে যে পেন্টাগনের কর্মকর্তারা বিদেশী প্রতিপক্ষ, কংগ্রেসের প্রতিনিধি এবং তাদের উপদেষ্টাদের সাথে গোপন বৈঠকে স্বীকার করেছেন যে আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও লঞ্চারের বিশাল অস্ত্রাগার ধ্বংস করতে মার্কিন সেনাবাহিনী খুব সীমিত সাফল্য পেয়েছে।”

এদিকে, হিব্রু গণমাধ্যম “ডেমার্কার” বিশ্লেষণে উল্লেখ করেছে, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ও লোহিত সাগরে নৌ অবরোধ ইসরাইলের নিরাপত্তা ও অর্থনীতিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। ইসরাইলি বন্দরগুলোতে পণ্য পরিবহন ব্যহত হয়ে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha