রবিবার ১৩ এপ্রিল ২০২৫ - ১২:৫৩
ইসরাইলের বর্বর হামলায় গাজার আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতাল ধ্বংস

গাজা সিটির আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালটির গুরুত্বপূর্ণ বিভাগগুলো ধ্বংস হয়েছে। হামলার আগে ইসরায়েলি বাহিনী হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছিল।

হাওজা নিউজ এজেন্সি: ইতিপূর্বে ২০২৩ সালের অক্টোবরে একই হাসপাতালে ইসরায়েলি বর্বর হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। ফিলিস্তিনি সূত্রমতে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাস এই হামলাকে “যুদ্ধাপরাধ” বলে নিন্দা জানিয়েছে। অন্যদিকে, বরাবরের মতই ইহুদিবাদী ইসরায়েল অযৌক্তিকভাবে দাবি করেছে, হাসপাতালের নিচে হামাসের সুড়ঙ্গ ও সামরিক কমান্ড সেন্টার রয়েছে। 

গাজার স্বাস্থ্যব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে, যেখানে ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ২২টি আংশিকভাবে কোনোরকম চালু আছে। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha