রবিবার ১৩ এপ্রিল ২০২৫ - ১৬:৫২
ইরান ও আমেরিকার পরোক্ষ আলোচনা গঠনমূলক ছিল, দ্বিতীয় দফা শনিবার ১৯ এপ্রিল; আরাকচি

পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ওমানে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে পরোক্ষ আলোচনার কিছু বিবরণ তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ওমানে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে পরোক্ষ আলোচনার কিছু বিবরণ তুলে ধরেছেন।

তিনি বলেন, আলোচনা প্রায় দুই ঘন্টা ত্রিশ মিনিট পর্যন্ত চলে এবং এই সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বুসাইদি চারবার দুই দলের হলরুমের মাঝে বার্তা আদান-প্রদান করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা অত্যন্ত সম্মানের সাথে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অশোভন ভাষা বা অশালীন আচরণ দেখা যায়নি।

সাইয়েদ আব্বাস আরাকচি বলেন, উভয় পক্ষ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া এবং একটি পারস্পরিক গ্রহণযোগ্য চুক্তি অর্জনের বিষয়ে একমত হয়েছে।

তিনি জানান, আগামী সপ্তাহের শনিবার, ১৯ এপ্রিল, আলোচনার দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে এবং সেখানে সম্ভাব্য চুক্তির মূলনীতিগুলি নিয়ে আলোচনা হতে পারে।

আরাকচি আরও বলেন, আমরা ফলহীন আলোচনা বা সময় নষ্ট করার মত কথাবার্তায় আগ্রহী নই, এবং দেখায় যাচ্ছে যে, আমেরিকার পক্ষও এতে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha