সোমবার ১৪ এপ্রিল ২০২৫ - ০৯:৩৭
অভিশপ্ত ব্যক্তি!

যে ব্যক্তি কৌশল বা ছলচাতুরীর মাধ্যমে নিজের দায়িত্ব অন্যদের উপর চাপিয়ে দেয়া আল্লাহর অপছন্দনীয় কাজ।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, 

مَلْعُونٌ مَنْ أَلْقَى كَلَّهُ عَلَى اَلنَّاسِ

যে ব্যক্তি নিজের বোঝা (দায়-দায়িত্ব, কাজ...) অন্যের উপর চাপিয়ে দেয় (কৌশল ও ছলচাতুরী করে অন্যকে দিয়ে করিয়ে নেয়)- সে অভিশপ্ত।

[তুহাফুল উকুল, পৃষ্ঠা- ৩৭]

ব্যাখ্যা: এই হাদিসে রাসুল (সা.) সতর্ক করেছেন যে, যে ব্যক্তি কৌশল বা ছলচাতুরীর মাধ্যমে নিজের দায়িত্ব অন্যদের উপর চাপিয়ে দেয়, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। এটি অলসতা, অসাধুতা বা দায়িত্ব এড়ানোর প্রবণতাকে নিন্দা করে এবং ন্যায়পরায়ণতা ও আত্মনির্ভরশীলতার গুরুত্ব শিক্ষা দেয়।

শিক্ষা:

১. নিজের দায়িত্ব নিজে পালন করা ঈমানি দায়িত্ব। 

২. অন্যদেরকে কষ্ট দিয়ে বা ধোঁকা দিয়ে কাজ করানো নিষিদ্ধ। 

৩. সামাজিক দায়িত্ববোধ ও সততা মুমিনের গুণ। 

প্রয়োগ: পারিবারিক, সামাজিক বা কর্মক্ষেত্রে কোনো কাজের দায়িত্ব এড়িয়ে অযৌক্তিকভাবে অন্যদের উপর চাপানো থেকে বিরত থাকা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha