বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ - ০৮:৪৫
উপদেশ গ্রহণ করা আল্লাহর কল্যাণপ্রাপ্তির লক্ষণ

মানুষের আত্মিক উন্নতি ও নৈতিক পরিশুদ্ধতার অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো উপদেশ ও সংশোধন গ্রহণের মানসিকতা। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে তিরস্কারকে উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করে, তার মধ্যেই আল্লাহ তাআলার বিশেষ কল্যাণ ও তাওফিকের নিদর্শন প্রকাশ পায়।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম হাদী (আ.) বলেন,

 اِنَّ اللّهَ اِذا أَرادَ بِعَبْدٍ خَیراً إذا عُوتِبَ قَبِلَ

“নিশ্চয়ই আল্লাহ তাআলা যখন কোনো বান্দার জন্য কল্যাণ কামনা করেন, তখন তাকে তিরস্কার বা ভর্ৎসনা (তীর্যক সমালোচনা) করা হলেও— সে তা গ্রহণ করে।”

[তুহাফুল উকূল, পৃষ্ঠা ৫১০]

এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে, উপদেশ ও সংশোধন গ্রহণ করার মানসিকতা আত্মিক পরিশুদ্ধতা ও নৈতিক উন্নতির একটি বড় নিদর্শন। তিরস্কারকে অহংকারের সঙ্গে প্রত্যাখ্যান না করে বিনয়ের সঙ্গে গ্রহণ করাই আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দার পরিচয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha