সোমবার ১৪ এপ্রিল ২০২৫ - ২৩:৫৫
নারিকেলবেড়িয়া কারবালায় অনুষ্ঠিত ইমাম হোসাইন (আঃ) স্মরণে রক্তদান শিবির

১৪ই এপ্রিল (সোমবার) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার ঐতিহাসিক শহীদ তিতুমীর কারবালা প্রাঙ্গনে তাতহীর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং হাদানা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর  আয়োজনে অনুষ্ঠিত হয় শহীদ সম্রাট ইমাম হোসাইন (আঃ) স্মরণে এক মহতী রক্তদান শিবির। ২০২০ সালে চালু হওয়া এই রক্তদান শিবির এবছর ৬ষ্ঠ তম বর্ষ সম্পূর্ণ করলো।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ ১৪ই এপ্রিল (সোমবার) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার ঐতিহাসিক শহীদ তিতুমীর কারবালা প্রাঙ্গনে তাতহীর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং হাদানা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর  আয়োজনে অনুষ্ঠিত হয় শহীদ সম্রাট ইমাম হোসাইন (আঃ) স্মরণে এক মহতী রক্তদান শিবির। ২০২০ সালে চালু হওয়া এই রক্তদান শিবির এবছর ৬ষ্ঠ তম বর্ষ সম্পূর্ণ করলো।

উক্ত রক্তদান শিবিরে মোট ৫৪ জন রক্তদাতা (৩৯ জন পুরুষ এবং ১৫ জন মহিলা) কারবালার ময়দানে ইসলামকে বাঁচাতে ৭১ জন সাথীসহ ইমাম হোসাইন (আঃ)-এর শাহাদাত বরণকে স্মরণ করে আজকের দিনে মানবতাকে রক্ষা করার জন্য রক্ত দান করেন। 

উক্ত শিবিরে এলাকার বিশিষ্ঠ ওলামা-এ-কেরামগণও উপস্থিত ছিলেন। একই সঙ্গে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই পাঁচ বৎসর যারা প্রত্যেকবার রক্তদান করেছেন এরকম ১১ জনকে বিশেষভাবে সম্মান প্রদর্শন করা হয়।

রিপোর্ট: কবির আলি

আপনার কমেন্ট

You are replying to: .
captcha