রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ - ১২:৪০
সাইয়্যেদা ফাতিমা যাহরা (সা.)-এর জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য ও বরকতময় অনুষ্ঠান

হযরত সাইয়্যেদা ফাতিমা যাহরা (সা.)-এর পুণ্যময় জন্মবার্ষিকী উপলক্ষে এক আধ্যাত্মিক ও জ্ঞানসমৃদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুরআনভিত্তিক প্রতিযোগিতা, কবিতা পাঠ ও মননশীল আলোচনার মাধ্যমে দিনব্যাপী এই আয়োজন উপস্থিত সবার হৃদয়ে গভীর প্রভাব ফেলে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, অনুষ্ঠানের অংশ হিসেবে পবিত্র কুরআনের শেষ পারা থেকে ৫০টি প্রশ্ন নিয়ে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ও গভীর আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ২০ জমাদিউল আখির তারিখে জন্মোৎসব শেষে পুরস্কার প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে তোলে।

এই হৃদয়স্পর্শী মাহফিলে স্থানীয় কবিরাও অংশ নেন এবং তাঁদের আন্তরিক কাব্যপাঠের মাধ্যমে সাইয়্যেদাতুল কাওনাইন (সা.)-এর দরবারে ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আখতার আলী সাহেব প্রভাবশালী ও মনোমুগ্ধকর কবিতা পাঠ করেন।

পাশাপাশি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আলী নাকি সাহেব এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মীযান সাহেব গভীর ও চিন্তাজাগানিয়া বক্তৃতা প্রদান করেন, যা উপস্থিত শ্রোতাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানের সমাপনী ও বিশেষ বক্তব্য প্রদান করেন সম্মানিত পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা ড. মহসিন রেজা আবিদী সাহেব। 
তিনি সাইয়্যেদা ফাতিমা যাহরা (সা.)-এর পবিত্র জীবনচরিত ও আদর্শের আলোকে বাস্তব জীবনে তা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। 
অংশগ্রহণকারীরা এই বরকতময় ও স্মরণীয় আয়োজনকে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha