মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ - ১৮:২৬
ইরানের যৌথ উপগ্রহ নির্মাণ প্রস্তাব: শান্তিপূর্ণ মহাকাশ কর্মসূচির ঘোষণা

ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, দেশটির মহাকাশ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

হাওজা নিউজ এজেন্সি: ওয়াহিদ ইয়াজদানিয়ান বলেন, ইরানের স্যাটেলাইট সরঞ্জাম ও সাব-সিস্টেম দেশেই তৈরি হয়, বাকি ১০% আমদানিকৃত প্রযুক্তিও স্থানীয় জ্ঞান দ্বারা সমর্থিত। ইয়াজদানিয়ান দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উপগ্রহ ডেটা বিশ্লেষণে ইরান অগ্রগণ্য ভূমিকা রাখছে। 

প্রতিবেশী দেশগুলোর সাথে সহযোগিতার প্রস্তাব
ইয়াজদানিয়ান জানান, ইরান মহাকাশ কূটনীতির মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সাথে প্রযুক্তি ও জ্ঞান বিনিময় করতে প্রস্তুত। তিনি যোগ করেন, ইরান এই অঞ্চলের দেশগুলোর জন্য যৌথভাবে উপগ্রহ নির্মাণে সহযোগিতা প্রদান করবে, যা অর্থনৈতিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। 

সাশ্রয়ী মূল্যে স্যাটেলাইট পরিষেবা
ইরানের খৈয়াম উপগ্রহের পরিষেবা প্রতি বর্গকিলোমিটারে মাত্র ২ ডলারে  সরবরাহ করা হয়, যা বিদেশী উপগ্রহের তুলনায় ৮০% সস্তা। এই সাশ্রয়ী মূল্য কৃষি, জলবায়ু পর্যবেক্ষণ ও যোগাযোগ খাতে ব্যাপক সুবিধা দেবে বলে জানানো হয়েছে। 

শান্তিপূর্ণ উদ্দেশ্য নিশ্চিত
ইয়াজদানিয়ান পুনর্ব্যক্ত করেন, ইরানের সমস্ত মহাকাশ কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয় এবং দেশীয় গবেষকদের প্রচেষ্টায় এগিয়ে চলেছে। তিনি আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে মহাকাশ প্রযুক্তির গণমুখী ব্যবহার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha