হাওজা নিউজ এজেন্সি-এর রিপোর্ট অনুযায়ী, হাওজা ইলমিয়া কুমের এক শতাব্দীর জ্ঞানচর্চা, ধর্মীয় নেতৃত্ব ও সামাজিক প্রভাবের গুরুত্বকে তুলে ধরার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এই সম্মেলনের ঘোষণা দেন এর নির্বাহী পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ হাসান তায়্যিব হুসেইনি এক প্রেস কনফারেন্সে। তিনি বলেন,
এই সম্মেলন হবে আয়াতুল্লাহ উজমা হাজ শাইখ আবদুল করিম হায়েরি ইয়াযদীর (রহ.) স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং একইসাথে কুমের হাওযার দীর্ঘশতাব্দী ধরে চলা ধর্মীয় ও একাডেমিক অবদানের একটি আন্তর্জাতিক মূল্যায়ন ও পরিচিতি।
তিনি আরও জানান, এই দুইদিনের সম্মেলনে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রখ্যাত আলেম, গবেষক ও জ্ঞানী ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারি সকালে এবং সমাপনী অনুষ্ঠান ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
সম্মেলনের সময় প্রায় ৩০টি বৈজ্ঞানিক অধিবেশন, বিশেষজ্ঞ গোলটেবিল আলোচনা ও গবেষণা কমিশন অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয়সমূহ হবে:
আখলাক (নৈতিকতা), তাফসীর, ফিকহ, উসুল, কালাম, ধর্ম ও মাজহাব, মাহদাভিয়ত, ইতিহাস, ভাষা ও অনুবাদ, শিক্ষাবিজ্ঞান, সাইবার স্পেস, আন্তর্জাতিক ইস্যু, ইসলামি সভ্যতা এবং ইসলামি বিপ্লবে হাওযার ভূমিকা।
হুজ্জাতুল ইসলাম তায়্যিব হুসেইনি এই সম্মেলনকে হাওযা ইলমিয়া কুমের ঐতিহাসিক ও সাংস্কৃতিক অবদানকে নতুন করে বিশ্বের সামনে উপস্থাপনের এক মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন।
আপনার কমেন্ট