এই দিনটি মূলত সেই ঘটনাকে স্মরণ করে যখন ১৯২৫ সালে (৮ শাওয়াল, ১৩৪৪ হিজরি) সৌদি ওয়াহাবি শাসকরা মদিনার জন্নাতুল বাকী গোরস্থানে অবস্থিত মহানবীর আহলে বাইত ও সাহাবিদের সমাধিস্থল ধ্বংস করে দেয়। শিয়া মুসলমানরা বিশেষভাবে এই দিনটি শোক ও প্রতিবাদের সাথে স্মরণ করে।
আপনার কমেন্ট