রবিবার ২০ এপ্রিল ২০২৫ - ১৩:৩৯
বাংলাদেশি পাসপোর্টে "ইসরাইল ছাড়া সব দেশে বৈধ" বাক্যটি আবার যুক্ত হবে 

বাংলাদেশি কর্তৃপক্ষ ঘোষণা করেছেন যে নাগরিকদের পাসপোর্টে পুনরায় সেই বিখ্যাত বাক্যটি যুক্ত করা হবে, যা পূর্বে লেখা থাকত: "এই পাসপোর্ট ইসরাইল ছাড়া সব দেশের জন্য বৈধ"।  

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন যে পাসপোর্টে ইসরাইল বাদে অন্যান্য দেশে ভ্রমণের বৈধতা নির্দেশকারী ঐতিহাসিক বাক্যটি পুনরুদ্ধার করা হবে। এই বাক্যটি অতীতে বাংলাদেশের পাসপোর্টে থাকলেও ২০২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এটি অপসারণ করেছিলেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিভিন্ন মহল থেকে ধারাবাহিকভাবে এটি ফিরিয়ে আনার দাবি ওঠে।  

ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ নূরুছ সালাম এ প্রসঙ্গে বলেন, "আমাদের ইতিহাসে বহু বছর ধরে পাসপোর্টে 'ইসরাইল ছাড়া সব দেশ' কথাটি লেখা ছিল। কিন্তু পূর্ববর্তী সরকার কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ এটি সরিয়ে দেয়। জনগণ এই পরিবর্তনে অসন্তুষ্ট ছিলেন। এখন আমরা মানুষের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে বাক্যটি আবার যুক্ত করছি।"

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাসপোর্ট থেকে এই বাক্য অপসারণের পেছনে কিছু বাংলাদেশি রাজনীতিবিদের ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা কাজ করেছিল, যা জনমতের তীব্র বিরোধিতার মুখে পড়ে। উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বের সেই কয়েকটি দেশের মধ্যে অন্তর্ভুক্ত যারা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং এখনও পর্যন্ত কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেনি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha