রবিবার ২০ এপ্রিল ২০২৫ - ২১:৩৬
ফিলিস্তিনি মুজাহিদদের সাম্প্রতিক অভিযানে ইসরায়েল হতবাক

ফিলিস্তিনি মুজাহিদদের সাম্প্রতিক অভিযানে ইসরায়েল হতবাক, সারায়া আল-কুদসের নিয়ন্ত্রণে এলো দুটি ড্রোন বিমান।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজা অঞ্চলের পূর্ব বেইত হানুনে একটি এমবুশ অভিযান চালানোর পাশাপাশি জিহাদি গ্রুপ সারায়া আল-কুদস ইসরায়েলি দুটি ড্রোন বিমান নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা সারায়া আল-কুদস এই অভিযানের বিস্তারিত বিবরণ জানিয়েছে।  

হামাসের আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, শনিবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত হানুনে "কাসর আল-সাইফ" (তলোয়ার ভাঙা) নামে একটি জটিল অভিযানে ইহুদিবাদী সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, এই অভিযানের প্রথম ধাপে গাজা ডিভিশনের গোয়েন্দা কমান্ডের একটি স্টর্ম যানবাহনে রকেট হামলা চালানো হয়। এতে যানবাহনে থাকা সেনারা গুরুতর আহত হন।  

ইহুদিবাদী সেনারা আহতদের উদ্ধারে ঘটনাস্থলে এলে আল-কাসাম মুজাহিদরা রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের হত্যা ও আহত করে। এরপর একই এলাকায় ইহুদিবাদী সেনাদের একটি সামরিক ঘাঁটিতে প্রথমে রাইফেল গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং পরে মর্টার শেল হামলা চালানো হয়।  

অন্যদিকে, ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা সারায়া আল-কুদস ঘোষণা করেছে যে গাজা শহরের পূর্বে অবস্থিত শুজাইয়া এলাকায় গোয়েন্দা মিশনে থাকা ইসরায়েলের "ইভো ম্যাক্স" প্রজাতির দুটি ড্রোন বিমান তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha