শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ - ১৬:৪৫
প্রতিরোধের অস্ত্র অজুহাত; ইসরায়েল লেবাননকে ক্ষমতাহীন করতে চায়

লেবাননের সংসদে হিজবুল্লাহ সমর্থিত ফ্র্যাকশনের সদস্য হুসেইন আল-হাজ হাসান বলেছেন, প্রতিরোধের অস্ত্রই ২০০০ সালে দক্ষিণ লেবাননকে মুক্ত করেছিল এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য হলো লেবাননের শক্তি ও ক্ষমতা ছিনিয়ে নেওয়া।

হাওজা নিউজ এজেন্সি: লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আল-হাজ হাসান বলেন, মন্ত্রীর অবস্থান লেবানন সরকারের নয়; বরং এটি “লেবানিজ ফোর্সেস” দলের রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করে।

তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এমনভাবে দেওয়া হয়েছে যেন ইসরায়েলের অব্যাহত আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা চলছে। তার মতে, পররাষ্ট্রমন্ত্রীর উচিত নয় ইসরায়েলি হামলাকে বৈধতা দেয় এমন বর্ণনা গ্রহণ করা। তিনি বলেন, “প্রতিরোধের অস্ত্র নিয়ে কথা বলার আগে মন্ত্রীর উচিত দখলদার বাহিনীকে পিছু হটতে বাধ্য করা এবং বন্দিদের ফেরত আনার বিষয়ে গুরুত্ব দেওয়া।”

আল-হাজ হাসান আরও বলেন, “প্রতিরোধের অস্ত্রই সেই শক্তি যা ২০০০ সালে দক্ষিণ লেবাননকে মুক্ত করেছে। বাস্তবে চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েলই, এবং এখনো লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। লেবানন যুদ্ধবিরতি মেনেছে, কিন্তু শত্রু তা বারবার লঙ্ঘন করেছে।”

হিজবুল্লাহ সমর্থিত এই সংসদ সদস্য আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে লেবানন যতই ছাড় দিক না কেন, তাদের দাবির পরিমাণ কমবে না— বরং বাড়বে।

তিনি বলেন, “ইসরায়েল প্রতিরোধের অস্ত্রকে অজুহাত হিসেবে ব্যবহার করছে এবং কোনো নিশ্চয়তা না দিয়ে লেবাননকে তার শক্তি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করতে চায়।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha