হাওজা নিউজ এজেন্সি: দখলদার অবৈধ রাষ্ট্রের রাষ্ট্রদূত যখন সিউলের একটি অভিজাত রেস্তোরাঁয় রাতের খাবার খাচ্ছিলেন, তখন হঠাৎ করেই একদল প্রতিবাদকারী সেখানে উপস্থিত হয়ে তাকে ঘিরে ধরেন এবং জোরালো স্লোগান দিতে শুরু করেন।
প্রতিবাদকারীরা রাষ্ট্রদূত হারপাজকে উদ্দেশ্য করে বলেন,
“ফ্রি ফ্রী প্যালেস্টাইন!”,
“গণহত্যা এখানে স্বাগত নয়!”,
“আপনার হাতে রক্ত লেগে আছে!”
এই ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত বিভ্রান্ত ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন এবং রেস্তোরাঁর অন্যান্য অতিথিরাও দৃশ্যত হতবাক হয়ে যান।
ঘটনাটি প্রকাশ করে লেবাননের সংবাদমাধ্যম আল মানার জানায়, দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিন সংকট নিয়ে ব্যাপক উদ্বেগ ও সংবেদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। তারা এখন মানবাধিকারের প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে চ্যালেঞ্জ করছে।
প্রতিবাদকারীরা পরবর্তীতে এক বিবৃতিতে জানান, “ইসরায়েলি রাষ্ট্রদূতের মতো যুদ্ধাপরাধে অভিযুক্তদের আমরা আমাদের সমাজে শান্তিতে চলাফেরা করতে দিতে পারি না। আমাদের দেশ মানবাধিকারের পক্ষে, গণহত্যার নয়।”
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার কমেন্ট