শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ - ১৮:২৭
সন্ত্রাসের কোনো ধর্ম, মাজহাব বা মতাদর্শ নেই

সন্ত্রাসবাদের কোনো ধর্ম, মাজহাব বা সম্প্রদায় নেই। মানবতার শত্রু এমন অপরাধী গোষ্ঠী তাদের জঘন্য কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করতে বদ্ধপরিকর।

হাওজা নিউজ এজেন্সি: কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ভারতে ওয়ালিয়ে ফকিহ (ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি) হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্দুল মজিদ হাকিম ইলাহী একটি কঠোর ও স্পষ্ট নিন্দা বার্তা প্রকাশ করেছেন।

যার বাংলা অনুবাদ নিম্নরূপ:

বিষয়: পহেলগামের নির্মম সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা ও শোক প্রকাশ

কাশ্মীরের পহেলগামে নিরীহ নাগরিকদের ওপর সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী হামলার খবর আমাদের হৃদয় গভীর শোক ও ব্যথায় আচ্ছন্ন করেছে। আমরা, ইসলামী বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর প্রজ্ঞাপূর্ণ নির্দেশনায় বিশ্বাস করি যে, এ ধরনের কাপুরুষোচিত ও সন্ত্রাসী কর্মকাণ্ড মানবতা, নৈতিকতা ও ঐশ্বরিক ধর্মগুলোর শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী।

এই নৃশংস ও নির্মম হামলা কেবল ভারতের সম্মানিত নাগরিকদের বিরুদ্ধেই নয়, বরং সমগ্র মানবতা ও বৈশ্বিক বিবেকের বিরুদ্ধে। এ কথা কখনো ভুলে গেলে চলবে না যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম, মাজহাব বা সম্প্রদায় নেই। মানবতাবিরোধী এমন উপাদানগুলো তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করতে তৎপর।

আজ যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন সচেতনতা, ঐক্য, প্রেম ও ভ্রাতৃত্বের মাধ্যমে এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া এবং মানবীয় মর্যাদা ও শান্তির পথে অবিচল থাকা।

আমি এই মর্মান্তিক ঘটনায় ভারত সরকার ও সেখানকার সম্মানিত নাগরিকবৃন্দ, বিশেষত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আহতরা দ্রুত সুস্থতা লাভ করেন ও নিখোঁজদের পরিবারবর্গকে ধৈর্য্য ও সান্ত্বনা দান করেন।

এই কঠিন মুহূর্তে আমরা ভারতের প্রিয় নাগরিক ও সরকারের সাথে আমাদের পূর্ণ সমবেদনা ও একাত্মতা প্রকাশ করছি এবং স্রষ্টার কাছে প্রার্থনা করছি যেন তিনি এই ভূমিকে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও সম্প্রীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেন।

ওয়াসালাম, 
আব্দুল মজিদ হাকিম ইলাহী 
ওয়ালিয়ে ফকিহর প্রতিনিধি, ভারত

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha