মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ - ২৩:০৪
হলদিয়ায় ইমাম হোসাইন (আ.)-এর চল্লিশা পালন

কুমরপুর গ্রাম মসজিদে আহলে বাইত (আ.)_এ আগামী ২৩ আগস্ট ২০২৫ তারিখে কুমোরপুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কারবালার শহীদ, মহান ত্যাগ ও সত্যের প্রতীক ইমাম হোসাইন (আ.)-এর চল্লিশা অনুষ্ঠান।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত | ২৩ আগস্ট ২০২৫
পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কুমরপুর গ্রাম মসজিদে আহলে বাইত (আ.)_এ আগামী ২৩ আগস্ট ২০২৫ তারিখে কুমোরপুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কারবালার শহীদ, মহান ত্যাগ ও সত্যের প্রতীক ইমাম হোসাইন (আ.)-এর চল্লিশা অনুষ্ঠান।

এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় ভক্তদের মধ্যে গভীর আবেগ ও ভক্তি অনুভূতির সৃষ্টি হয়েছে। 
চল্লিশা বা আরবাঈন হলো মহরমের পরবর্তী ৪০তম দিন, যেদিন কারবালার শোকাবহ ঘটনায় শাহাদাতবরণকারী ইমাম হোসাইন (আ.) ও তাঁর সাহসী সঙ্গীদের স্মরণে বিশ্বজুড়ে শিয়া মুসলমানরা শোকপালন করে থাকে।

কুমরপুর গ্রাম মসজিদে আহলে বাইত এর আয়োজকরা জানিয়েছেন, এদিন বিশেষ মাজলিস, দোয়া ও কুরআন তিলাওয়াত অনুষ্ঠিত হবে। পাশাপাশি ইমাম হোসাইন (আ.)-এর জীবন ও কারবালার শিক্ষার ওপর আলোচনা করা হবে, যাতে নতুন প্রজন্ম তাঁর আত্মত্যাগ, ন্যায়বিচার ও মানবিকতার দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে।

স্থানীয়দের বিশ্বাস, এই ধরনের অনুষ্ঠান সমাজে ন্যায়, ভ্রাতৃত্ব ও ত্যাগের চেতনা জাগিয়ে তোলবে। অনুষ্ঠান উপলক্ষে আশেপাশের অঞ্চল থেকেও বহু মানুষ উপস্থিত হওয়ার আশা করা হচ্ছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha