হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান থানার খাজুট্টিতে আহলেবাইত (আ.) হিউম্যানিটি ট্রাস্টের উদ্যোগে আল্ নাজাফ ইমামবাড়া ময়দান প্রাঙ্গণে আয়োজন করা হয় শহীদ সম্রাট হজরত মাওলা ইমাম হুসাইন (আ.)-এর চল্লিশা—আরবাইন স্মরণে বিশেষ মজলিশের।
এদিনের মজলিশে বক্তব্য প্রদান করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব আলী নাকি সাহেব।
তিনি তাঁর বক্তব্যে আরবাইনের তাৎপর্য ও মানবতার শিক্ষার প্রেক্ষাপট তুলে ধরেন। মাওলানা আলী নাকি সাহেব বলেন, “মানবতার সম্রাট হজরত মাওলা ইমাম হুসাইন (আ.)-এর শাহাদতের চল্লিশা—আরবাইন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবতার মহাবিদ্যালয়। ‘নাজাফ থেকে কারবালার ৮৬ কিলোমিটার পদযাত্রা’ আজ বিশ্বব্যাপী মানবতা, ত্যাগ ও ন্যায়ের বার্তা বহন করছে।”
মাওলানা সাহেব অনুষ্ঠানে আরবাইনের চেতনাকে বর্তমান সময়ে নৈতিকতা, ন্যায়বিচার এবং শান্তির সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
আহলেবাইত (আ.) হিউম্যানিটি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এ বছরও বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী, মুমিন এবং আশেকানে আহলেবাইত (আ.) এই মজলিশে অংশগ্রহণ করে শহীদ সম্রাট ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের মহান ত্যাগ স্মরণ করেন।
মজলিশ শেষে উপস্থিতদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।
রিপোর্ট: রামিজ হোসাইন
আপনার কমেন্ট