শনিবার ২৬ এপ্রিল ২০২৫ - ১১:২২
সন্তানদের সুশিক্ষাই পিতামাতার প্রধান পারিবারিক দায়িত্ব

পাকিস্তানের ওফাকুল মাদারিস শিয়া সংস্থার প্রধান শুক্রবারের জুমার খুতবায় বলেছেন, পরিবারের দায়িত্ব শুধু খাওয়া-দাওয়া, ভরণপোষণের ব্যবস্থা করা নয়, বরং সন্তানদের সুশিক্ষা দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

হাওজা নিউজ এজেন্সি: পাকিস্তানের লাহোরে অবস্থিত জামে মসজিদে আলীতে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় ওফাকুল মাদারিস শিয়া পাকিস্তানের প্রধান আয়াতুল্লাহ হাফেজ সৈয়দ রিয়াজ হুসাইন নাজাফী পরিবার ও সমাজে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বাবা-মায়ের উচিত সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা। 

পরিবারের দায়িত্ব শুধু আর্থিক নয়
তিনি বলেন, “প্রত্যেক ব্যক্তি তার সন্তান ও পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বশীল। এই দায়িত্ব শুধু খাবার ও পোশাকের ব্যবস্থা করেই শেষ হয় না। বরং সন্তানদের সঠিক ধর্মীয় শিক্ষা দেওয়াই বাবা-মায়ের প্রধান দায়িত্ব।”

শিশুকাল থেকেই শিক্ষা শুরু করতে হবে
আয়াতুল্লাহ নাজাফী বলেন, “সন্তানদের শিক্ষা দেওয়া শুরু করতে হবে ছোটবেলা থেকেই। বাবা-মায়ের দায়িত্ব হলো তাদের নামাজ, রোজা, সততা, সত্যবাদিতা, মিথ্যা থেকে দূরে থাকা এবং ইসলামের অন্যান্য মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেওয়া।”

যুবসমাজই সমাজের ভবিষ্যৎ
তিনি যুবসমাজের গুরুত্ব তুলে ধরে বলেন, “বড়রা যদি সঠিক শিক্ষা পান, তবে তারা যুবসমাজকেও সঠিক পথে পরিচালিত করতে পারবেন। নবীজি (সা.) যুবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতেন, যেমন কিশোর বয়সে উসামা বিন জায়েদকে সেনাপ্রধান নিযুক্ত করেছিলেন। হযরত আলী (আ.) মাত্র ১৩ বছর বয়সে নিজেকে নবীজির সাহায্যকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।” 

তিনি আরও বলেন, “সঠিক শিক্ষা পেলে যুবকরাই সমাজে নেতৃত্ব দিতে পারবে। তাদের মধ্যে শক্তি ও প্রেরণা আছে, কিন্তু সঠিক দিকনির্দেশনা ছাড়া এই সম্ভাবনা বিকশিত হবে না।”

অর্থনৈতিক শিক্ষাও জরুরি
আয়াতুল্লাহ নাজাফী সন্তানদের পারিবারিক অর্থনৈতিক কাজে যুক্ত করার পরামর্শ দিয়ে বলেন, “সন্তানদের বাবা-মায়ের ব্যবসা ও আয়ের উৎস সম্পর্কে জানা উচিত এবং পারিবারিক কাজে অংশ নেওয়া উচিত। এতে সমস্যা কমে, আর পারিবারিক সমৃদ্ধি ও সাফল্য আসে।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha