রবিবার ২৭ এপ্রিল ২০২৫ - ১২:৩৭
মৃত ব্যক্তির ওসিয়তকৃত সম্পদের অবশিষ্টাংশের শরয়ী বিধান

মৃত ব্যক্তির ওসিয়ত যথাযথভাবে পালন করাকে ইসলামে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য করা হয়। তাই ওসিয়তের আমানত রক্ষার্থে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে তা পালন করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী মৃত ব্যক্তির ওসিয়তকৃত সম্পদের অবশিষ্টাংশ সংক্রান্ত একটি প্রশ্নোত্তর প্রদান করেছেন, যা আগ্রহী পাঠকদের জন্য নিম্নে উপস্থাপন করা হলো:

মৃত ব্যক্তির ওসিয়তকৃত সম্পদের অবশিষ্টাংশের শরয়ী বিধান

প্রশ্ন: কোনো ব্যক্তি তার মৃত্যুর পর দাফন-কাফন, নির্দিষ্ট সময়ের জন্য নামাজ-রোজার ব্যবস্থা, মাযআলিম (অন্যায়ভাবে গৃহীত সম্পদ ফেরত দেওয়া) এবং মৃত্যু পরবর্তী মজলিসের খরচের জন্য অপর একজনের কাছে কিছু অর্থ আমানত রাখেন। যদি উল্লিখিত সকল খরচ সম্পন্ন করার পরও কিছু অর্থ অবশিষ্ট থাকে, তাহলে তা ওয়ারিশদের প্রাপ্য হবে, নাকি তা সদকা বা অন্যান্য কল্যাণকর কাজে ব্যয় করতে হবে? 

উত্তর: 

যদি মৃত ব্যক্তির দাফন-কাফন, ঋণ ও অন্যান্য আর্থিক দায়-দায়িত্ব পরিশোধের পর ওসিয়তকৃত সম্পদের পরিমাণ তার মোট সম্পদের এক-তৃতীয়াংশের বেশি না হয়, তাহলে অবশিষ্ট অর্থ মাযআলিম (অন্যায়ভাবে গৃহীত সম্পদ ফেরত দেওয়া) বা অন্যান্য সদকার কাজে ব্যয় করতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha