রবিবার ২৭ এপ্রিল ২০২৫ - ১৭:৫৪
সালাওয়াত (দরুদ) পাঠে গাফিল হবেন না

আল্লাহর প্রেম ও নৈকট্য বাড়ানোর সহজতম পথ কোনটি? আয়াতুল্লাহ বেহজাত (রহ.) বলছেন—হৃদয়ের অন্তঃস্থল থেকে পাঠ করা সালাওয়াতই (দরুদ) সেই পথ। তিনি আহ্বান জানান, ভালোবাসায় পূর্ণ মন নিয়ে নিরবিচ্ছিন্নভাবে সালাওয়াত পাঠ করুন, দেখবেন—আপনার হৃদয় আল্লাহর প্রেমে ভরে উঠছে।

হাওজা নিউজ এজেন্সি: যারা আল্লাহর সান্নিধ্য লাভের উপায় খুঁজছেন, তাদের জন্য আয়াতুল্লাহ বাহজাত একটি সহজ নির্দেশনা দিয়েছেন: ‘প্রেমভরে সালাওয়াত (দরুদ) পাঠ করুন।’ এই পবিত্র ধ্বনি আত্মাকে পরিশুদ্ধ করে এবং প্রভুর সঙ্গে গভীরতর সম্পর্ক গড়ে তোলে।

আয়াতুল্লাহ বেহজাত (রহ.) বলেছেন,

“যদি কেউ চায় তার ভেতরে (আল্লাহ ও মানুষের জন্য) ভালোবাসা ও মহব্বত আরও বাড়ুক, তবে জিকির, ইবাদত বা কোনো আমলেই সালাওয়াত (দরুদ) পাঠের মতো সহজ ও ফলপ্রসূ কিছু নেই।”

তিনি যোগ করেছেন,

“যে ব্যক্তি প্রেমময় অন্তরে সালাওয়াত (দরুদ) পাঠ করবে, সে নিজেই বুঝবে কীভাবে তার হৃদয়ে ভালোবাসার জোয়ার বয়ে যায়। তবে শর্ত একটাই—এই পাঠ যেন হয় দৃঢ় বিশ্বাস নিয়ে, এই উপলব্ধি নিয়ে যে সালাওয়াতই তাকে তার প্রভু ও প্রিয় সত্তার দিকে ধাবিত করছে।”

সূত্র: বেহজাত আদ-দু'আ, পৃষ্ঠা ৩৫৭

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha