মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ - ২২:৩১
!হে আল্লাহ! আমার দিকে করুণার দৃষ্টিতে তাকান

সত্যিকার অর্থে, বিশ্বের সকল প্রেমিকের উচিত ইমাম সাজ্জাদ (আ.)-এর প্রেমের বিদ্যালয়ে শিক্ষার্থী হয়ে নিজেকে ঐশ্বরিক রঙ ও সুগন্ধে সজ্জিত করা। সেই সত্যিকারের প্রেম অর্জন করা, যার সামনে সব ভালোবাসা ম্লান হয়ে যায়।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জয়নুল আবেদীন (আ.) তাঁর সাহিফায়ে সাজ্জাদিয়ায় এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন-
وَ انْظُرْ إِلَیَّ وَ انْظُرْ لِی فِی جَمِیعِ أُمُورِی فَإِنَّکَ إِنْ وَکَلْتَنِی إِلَی نَفْسِی عَجَزْتُ عَنْهَا.
হে প্রভু! আমার প্রতি দৃষ্টি দাও এবং আমার সকল কাজে তুমিই দেখো। কারণ তুমি যদি আমাকে আমার নিজের উপর ছেড়ে দাও, আমি অবশ্যই অক্ষম হয়ে পড়ব। (দোয়া ২২) 

ব্যাখ্যা: ইমাম সাজ্জাদ (আ.)-এর এই বাণী আরও গভীরভাবে বুঝতে “মুনাজাতুল মুহিব্বীন (প্রেমিকদের প্রার্থনা)” লক্ষ্য করা যায়। সেখানে তিনি আল্লাহর কাছে এভাবে আবেদন করেন: 
وَامْنُنْ بِالنَّظَرِ إِلَیْکَ عَلَیَّ، وَانْظُرْ بِعَیْنِ الْوُدِّ وَالْعَطْفِ إِلَیَّ، وَلَا تَصْرِفْ عَنِّی وَجْهَکَ.
হে আল্লাহ! তোমার দিকে তাকানোর সৌভাগ্য আমাকে দান করো। তোমার ভালোবাসা ও দয়ার দৃষ্টিতে আমাকে দেখো এবং কখনোই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ো না।

এই কথাগুলো কতই না হৃদয়স্পর্শী! 

প্রার্থনার মর্ম:

- হে আল্লাহ! আমাকে তোমার দর্শনের তাওফিক দাও। 

- তোমার মমতাময় দৃষ্টি থেকে আমাকে এক মুহূর্তের জন্যও বঞ্চিত করো না।

- যদি তুমি আমাকে আমার নিজের উপর ছেড়ে দাও, আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়ব।

শিক্ষা:
১. প্রকৃত প্রেমিকদের জন্য ইমাম সাজ্জাদ (আ.)-এর শিক্ষা হলো:
   - আল্লাহর প্রকৃত প্রেমে নিজেকে রাঙানো। 
   - যেখানে সব ভালোবাসা তাঁর প্রেমের কাছে ম্লান হয়ে যায়। 

২. আল্লাহর দৃষ্টি লাভের অর্থ:
   - আমরা সর্বদা তাঁর সামনেই আছি। 
   - তাই আমাদের কথা ও কাজে এমন কিছু করা উচিত নয়, যা তাঁর দৃষ্টি থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। 

তথ্যসূত্র:

- সাহিফায়ে সাজ্জাদিয়াহ, দোয়া ২২। 

- মুনাজাতুল মুহিব্বীন। 

প্রস্তুতকারী: হাওজা নিউজ এজেন্সির শিক্ষা-সাংস্কৃতিক বিভাগ। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha