বুধবার ৭ জানুয়ারী ২০২৬ - ০৪:৩০
শীত মুমিনের আত্মিক জাগরণের ঋতু

শীতকে অনেকেই ক্লান্তি ও স্থবিরতার সময় মনে করলেও ইসলামের দৃষ্টিতে এটি মুমিনের জন্য এক বিশেষ আত্মিক সুযোগ—যেখানে দীর্ঘ রাত ইবাদতকে সহজ করে এবং সংক্ষিপ্ত দিন রোজার অনুশীলনে সহায়ক হয়।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) এই ঋতুর লুকিয়ে থাকা সোনালি সুযোগগুলোর দিকে ইঙ্গিত করে ঈমানি উন্নতির জন্য একটি বাস্তবমুখী পথনির্দেশ দিয়েছেন।

তিনি বলেন,

 الشِّتَاءُ رَبِیعُ الْمُؤْمِنِ یَطُولُ فِیهِ لَیْلُهُ فَیَسْتَعِینُ بِهِ عَلَی قِیَامِهِ وَ یَقْصُرُ فِیهِ نَهَارُهُ فَیَسْتَعِینُ بِهِ عَلَی صِیَامِهِ

শীত হলো মুমিনের বসন্ত; এর দীর্ঘ রাত তাকে কিয়ামুল লাইলের (তাহাজ্জুদের নামাজের) শক্তি জোগায়, আর এর সংক্ষিপ্ত দিন তাকে রোজা পালনে সহায়তা করে।

[ওয়াসায়েলুশ শিয়া, খণ্ড ১০, পৃষ্ঠা ৪১৪]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha