মঙ্গলবার ৬ জানুয়ারী ২০২৬ - ০৪:৩০
পিতার বদদোয়ার ভয়াবহতা সম্পর্কে সতর্কবার্তা

রাসুলুল্লাহ ﷺ এক হাদিসে পিতার বদদোয়ার ভয়াবহতা সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,

 اِیّاکُمْ وَ دَعْوَةَ الوالِدِ فَإِنَّها أَحَدُّ مِنَ السَّیْفِ.

“পিতার বদদোয়া থেকে সতর্ক থাকো; কেননা তা তরবারির চেয়েও অধিক ধারালো।”

[উসূলুল কাফি, খণ্ড ২, পৃষ্ঠা ৫০৯]

এই হাদিসে রাসুলুল্লাহ ﷺ পিতার বদদোয়ার ভয়াবহতা সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছেন। পিতা সন্তানের প্রতি শুধু পার্থিব অভিভাবকই নন, বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মর্যাদা ও কর্তৃত্বের অধিকারী। তাই সন্তানের অন্যায় আচরণ, অবাধ্যতা, কষ্ট দেওয়া বা অসম্মান করার ফলে যদি পিতার অন্তর থেকে দোয়ার পরিবর্তে বদদোয়া বের হয়, তবে তা আল্লাহর দরবারে দ্রুত কবুল হওয়ার আশঙ্কা থাকে।

হাদিসে বদদোয়াকে “তরবারির চেয়েও ধারালো” বলা হয়েছে—এর অর্থ, যেমন তরবারি দেহকে দ্রুত ও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে, তেমনি পিতার বদদোয়া মানুষের জীবন, বরকত, সাফল্য ও আখিরাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha