মঙ্গলবার ৬ জানুয়ারী ২০২৬ - ১২:১৩
তুমি বিল্পবী যয়নাব 

কারবালার ঐতিহাসিক ট্র্যাজেডির পর, যখন সত্যের পতাকা মাটিতে লুটিয়ে পড়ার উপক্রম হয়েছিল, তখনই হযরত জয়নাব (আ.) তাঁর বলিষ্ঠ কণ্ঠ, অবিচল মনোবল এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দ্বারা ইমাম হুসাইন (আ.)-এর বিপ্লবের বার্তাকে প্রজ্জ্বলিত রাখেন। ইয়াজিদের দরবারে তাঁর ঐতিহাসিক বক্তৃতা শুধু একটি প্রতিবাদই নয়, ছিল সত্য ও ন্যায়ের অমর ঘোষণা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 

কবি: মুস্তাক আহমদ 

ইতিহাসের পাতায় যে কয়েকজন নারী মানবতার মুক্তি, সত্যের পতাকা উত্তোলন এবং ন্যায়ের সংগ্রামে অনন্য দৃষ্টান্ত রেখেছেন, তাঁদের মধ্যে হযরত জয়নাব (সা.আ.) হলেন এক উজ্জ্বল নক্ষত্র। নবী পরিবারে জন্মগ্রহণকারী এই মহীয়সী নারী শুধু উচ্চবংশীয় মর্যাদার কারণেই নন, বরং তাঁর অপরিসীম সাহস, অটুট ধৈর্য, প্রজ্ঞাময় বক্তৃতা এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় অসাধারণ ভূমিকার জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।

নবীনন্দিনী ফাতিমা কন্যা
তুমি পেয়েছো নবীর নূর
তোমার আগমণে দুনিয়ার কলিমা
হয়েছে দূর বহু দূর ৷

মায়ের নামে প্রসিদ্ধ তুমি
দ্বিতীয় যাহরা,
মুক্তিকামীরা পেয়েছে দিশা
তুমি তাদের সাহারা ৷

ভয়ে কম্পিত যুগ-যুগান্ত 
জালেমগুলি সব,
নিজের পিতার অলঙ্কার তুমি
নামে যয়নাব,

পিতার ন্যায় সিংহ-গর্জনে
মিথ্যারে দিয়েছো সাজা,
তোমার জন্য আজও ইসলাম
আছে নিষ্কলঙ্ক তর-তাজা ৷ 

দূর্বলরা পেয়েছে শক্তি 
তোমার  কণ্ঠের অবদানে
তাই তো তোমার প্রেমের শাসন
আছে মোদের হৃদয়-সিংহসানে ৷

জনতার মাঝে বেইমান এজিদ
বিছায়ে ছিল মিথ্যার যত জাল,
তুমি যয়নাব, ভেঙে দিয়েছো 
সর্বকালের জালেমের যত শিকল ৷

ইসলাম'কে দরবারে রেখে
যারা করেছে মানুষের অপমান
তাদের তুমি দিয়েছো শাস্তি
করেছো যত যন্ত্রণার অবসান ৷

নবী-বংশের বিল্পবী ধারায় 
তুমি স্মরণীয় এক নারী,
ভেঙে দিয়েছো চিরকালে
ঐ মিথ্যা দরবারী৷

জ্ঞানের রাজ্যে তুমি ছিলে
মায়ের প্রতিচ্ছবি,
ইমাম হুসাইন'কে দিয়েছো সাথ
- যা ছিলো যুগের দাবী ৷

তাই তুমি দু-টি সন্তান 
করেছো কুরবান
ভুলিবো না মা-গো তোমার
সকল অবদান ৷ 

সত্যের লগে জীবনের সব
দিয়েছো বিসর্জ্জন
উজ্বল করে রাখবো তোমার
ত্যাগের যত নির্দশন ৷

তোমাকে যারা গেছে ভুলে
রাখে না তাদের স্মরণে,
আজকে তারা ধ্বংসের পথে
সাম্রাজ্যবাদী আগ্রাসণে ৷

তোমার দেওয়া বিল্পবী-মাতম
শোকের আযাদারী
সর্বকালের সর্বহারা পেয়েছে
তোমায় মুক্তির কান্ডারী ৷ 

যুগ যুগ ধরে প্রেরণা জোগাবে
তোমার ত্যাগের অবদান,
মুমিনের মাঝে থাকবে বেঁচে
তোমার কীর্ত্তি- মহান ৷

আপনার কমেন্ট

You are replying to: .
captcha