বৃহস্পতিবার ১ মে ২০২৫ - ১১:৫০
হামাস: 'দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে'

ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে, ইসরাইলের দখলদারিত্ব পরাজিত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আলজাজিরার প্রতিবেদনে হামাসের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর 'নির্ধারিত বিজয়' ও রাফাহ ধ্বংসের হুমকি তাদের সেনাবাহিনীর ব্যর্থতা লুকানোর জন্য 'মরিয়া প্রচেষ্টা'।

হাওজা নিউজ এজেন্সি: হামাসের বিবৃতিতে বলা হয়েছে, 'রাফাহ দৃঢ়তার প্রতীক এবং ইসরাইলি আক্রমণকারীদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে।' ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের বীরত্বপূর্ন হামলার জবাবে ইসরাইল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায়, যাতে এ পর্যন্ত ৫৩,৩০০ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৬,৪১৬ জন আহত হয়েছে, যাদের ৫৬% নারী ও শিশু। 

গত ১৮ মার্চ ইসরাইল যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফের গাজায় হামলা শুরু করে, যাতে ২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হামাস এক কর্মকর্তার বরাতে এএফপিকে জানানো হয়েছে, তারা বন্দী বিনিময় ও পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। হামাসের শর্ত অনুযায়ী, ইসরাইলকে গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার, বন্দি বিনিময় ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha