মঙ্গলবার ৬ মে ২০২৫ - ১৪:১১
কোম হাওজার শতবর্ষ—মহিলা হাওজাগুলোতে গবেষণা ব্যবস্থার বিকাশ

গবেষণা ব্যবস্থায় মৌলিক ও গভীর পরিবর্তনসমূহ সমাজের সমসাময়িক সমস্যাগুলোর উত্তর দেওয়া এবং আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞান উৎপাদনের পথ প্রশস্ত করে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আকরাম গুদারজিয়ান ফারদ, মহিলা হাওজাগুলোর গবেষণা ব্যবস্থায় রূপান্তরের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন: গবেষণা ব্যবস্থায় মৌলিক ও গভীর পরিবর্তনসমূহ সমাজের সমসাময়িক সমস্যাগুলোর উত্তর দেওয়া এবং আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞান উৎপাদনের পথ প্রশস্ত করে।

হামেদানে হাওজা নিউজ-এর সঙ্গে সাক্ষাৎকারে, মালায়েরের হযরত যাইনাব (সা.) মহিলা হাওযার শিক্ষিকা আকরাম গুদারজিয়ান ফারদ, কোম হাওজার পুনঃপ্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে বলেন: এই সময়টি গবেষণা ও একাডেমিক কাঠামোগুলো পুনর্বিবেচনা ও শক্তিশালী করার জন্য এক অনন্য সুযোগ।

তিনি হাওজার গবেষণামূলক সক্ষমতার কথা উল্লেখ করে বলেন: আধুনিক গবেষণা পদ্ধতি ও নতুন প্রযুক্তিকে কাজে লাগানো অত্যাবশ্যক, যাতে গবেষণাগুলো ফলপ্রসূ ও ব্যবহারযোগ্য হয়। যদিও ঐতিহ্যগত পদ্ধতির নিজস্ব মূল্য আছে, তবুও বিজ্ঞানের ও সমাজের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন পদ্ধতিও ব্যবহার করা উচিত।

তিনি আরও বলেন, গবেষকরা হাওজায় যথেষ্ট পরিশ্রম করলেও তাদের আরও বেশি সহায়তা প্রয়োজন—যেমন: আর্থিক ও মানসিক সমর্থন, প্রণোদনা ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম—যাতে তাদের গবেষণার আগ্রহ ও কার্যকারিতা বৃদ্ধি পায়।

সমসাময়িক সামাজিক প্রশ্ন ও বিভ্রান্তির উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন: হাওজার গবেষণা এমনভাবে হওয়া উচিত যা সমাজের বাস্তব চাহিদা ও নতুন প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। হাওজাগুলিকে সময়োপযোগী হয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে জ্ঞান ও গবেষণার মাধ্যমে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শেষে গুদারজিয়ান ফারদ বলেন: হাওজাভিত্তিক গবেষণাকে সমাজ ও বিশ্বের ইসলামি জগতে প্রভাব বিস্তারকারী করতে হলে, তা অবশ্যই সমাজের চলমান পরিবর্তন, সমস্যা ও প্রশ্নের প্রতি মনোযোগী হতে হবে। এভাবে গবেষণার কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা বাড়বে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha