মঙ্গলবার ৬ মে ২০২৫ - ২২:১৬
যদি হাওযায়ে ইলমিয়া ও ওলামাগণ না থাকতেন, তাহলে ইসলাম থেকে কিছুই কি অবশিষ্ট থাকত?

হাওযায়ে ইলমিয়ার সর্বোচ্চ পরিষদের সচিব স্পষ্ট করে বলেন: ইমামদের (আ.) সংগ্রামের সময় ইসলামী শিক্ষাগুলোর প্রচারের জন্য তেমন উপযুক্ত সুযোগ সৃষ্টি হয়নি। সুতরাং, যদি এই পবিত্র হাওযাগুলো, ওলামাগণ এবং বিদ্বানরা বিশ্বের বিভিন্ন প্রান্তে না থাকতেন, তাহলে ইসলাম থেকে আদৌ কিছু অবশিষ্ট থাকত কি?

হাওযা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ ইরানে ক্বোম হাওযা ইলমিয়ার পুনঃপ্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী ভারতীয় ওলামাদের একদল প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে আয়াতুল্লাহ শব যিন্দেহদার বলেন: একটি হাদীসে আছে, “ইসলাম মুহাম্মাদী উৎপত্তির এবং হুসাইনী স্থায়ীত্বের।” কারণ এমন এক সময় এসেছিল যখন হযরত সাইয়্যেদুশ শুহাদা (আ.) বলেছিলেন:
«إِنَّا لِلَّهِ وَ إِنَّا إِلَیْهِ راجِعُونَ‏ وَ عَلَی الْإِسْلَامِ السَّلَامُ إِذْ قَدْ بُلِیَتِ‏ الْأُمَّةُ بِرَاعٍ‏ مِثْلِ یَزِیدَ»
অর্থাৎ, "নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে ফিরে যাব। ইসলামকে বিদায় জানাতে হবে, কারণ উম্মত এমন এক শাসকের দ্বারা আক্রান্ত হয়েছে, যার নাম ইয়াজিদ।” যখন উম্মতে মুহাম্মাদী (সা.) এমন নেতার হাতে পড়ে, তখন ইসলাম ধ্বংসের মুখে পড়ে, এবং যদি আশুরার ঘটনা না ঘটত, তাহলে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যেত।

শূরা-ই নেগাহবানের (সংবিধান পরিষদ) ফকীহ সদস্য বলেন: ইমামদের সংগ্রামের সময় ইসলামী জ্ঞানের প্রচারের তেমন সুযোগ হয়নি। তাই সত্যিই যদি এই পবিত্র হাওযাগুলো, ওলামা ও ফুযালারা বিশ্বজুড়ে না থাকতেন, তাহলে ইসলাম টিকে থাকত কি?

তিনি আরও বলেন: এতে স্পষ্ট হয়, মহান আল্লাহ চেয়েছেন যেন অলৌকিক উপায়ে নয়, বরং মানুষের প্রচেষ্টার মাধ্যমেই ইসলাম রক্ষা পায়। হাওযা ও ওলামারা ইসলামের আলোকে উজ্জ্বল রেখেছেন এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলাম ও শিয়ামাযহাবকে টিকিয়ে রেখেছেন।

তিনি আরও যোগ করেন: আজকের দিনে ওলামা ও ইমাম মাহদী (আ.)-এর সৈনিকদের অবশ্যই তাদের বিরোধীরা যে প্রযুক্তি ও কৌশল ব্যবহার করছে, সেগুলোর মাধ্যমে সজ্জিত হতে হবে। আমাদের উচিত ইসলামী শিক্ষা ও জ্ঞানকে বিশ্বে ছড়িয়ে দেওয়া এবং সকল উপায় ও দক্ষতাকে কাজে লাগানো।

শেষে তিনি বলেন: হিন্দুস্তানে ওলামাগণের কর্মকাণ্ড অত্যন্ত মূল্যবান। এ সকল প্রচেষ্টা ইমাম মাহদী (আ.)-এর বৈশ্বিক বিপ্লবের পথ সুগম করছে। বিশ্বকে তাঁর (আ.) আগমনের জন্য প্রস্তুত করার পেছনে ওলামা ও হাওযাগুলোর অবদান অপরিসীম।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha