শনিবার ১০ মে ২০২৫ - ১১:৩১
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ডক্টর মহসিন রেজা আবদি

ভারতের হাওজা ইলমিয়া আহলুল বাইত (আ.)’র প্রধান ও হুগলি জামে মসজিদের ইমাম বিশিষ্ট শিয়া আলেমে দ্বীন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ডক্টর মহসিন রেজা আবদির বিশেষ সাক্ষাতকার।

হাওজা নিউজ এজেন্সিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাওজায়ে ইলমিয়ার সেবা সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেন।

প্রশ্ন: হাওজায়ে ইলমিয়া আহলুল বাইত কীভাবে ইসলামী শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে?

উত্তর: আমরা কুরআন-সুন্নাহ ও আহলুল বাইত (আ.)-এর শিক্ষাকে সমন্বয় করে একটি ভারসাম্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছি। এখানে শুধু ধর্মীয় শিক্ষাই নয়, আধুনিক বিজ্ঞান ও মানবিক বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের লক্ষ্য হলো এমন আলেম তৈরি করা যারা সমাজের বাস্তব সমস্যার ইসলামী সমাধান দিতে সক্ষম। 

প্রশ্ন ২: হাওজা নিউজ এজেন্সির প্রভাব ও এর বিস্তারে করণীয় কী?

উত্তর: হাওজা নিউজ শিয়া মুসলিমদের মধ্যে একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি বিশ্বব্যাপী আহলে বাইত (আ.)-এর বার্তা ছড়িয়ে দিচ্ছে। তবে আরও বিস্তারের জন্য স্থানীয় ভাষায় সংবাদ পরিবেশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে নিবিড় সহযোগিতা প্রয়োজন। 

প্রশ্ন: যুবসমাজকে ইসলামের পথে আনতে কী পদক্ষেপ নেওয়া হয়?

উত্তর: আমরা “যুব নেতৃত্ব কর্মসূচি” চালু করেছি, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। মসজিদভিত্তিক যুব ক্লাব ও ইন্টারেক্টিভ ওয়েবিনারের মাধ্যমে তাদের সম্পৃক্ত রাখার চেষ্টা করছি। 

প্রশ্ন: হাওজা নিউজের পাঠকদের জন্য বিশেষ পরামর্শ?

উত্তর: আমি পাঠকদের আহলুল বাইত (আ.)-এর শিক্ষা অধ্যয়ন ও বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানাই। হাওজা নিউজের মতো মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে সঠিক জ্ঞান অর্জন করুন এবং পরিবার-সমাজে তা বাস্তবায়ন করুন।

হাওজা নিউজ এজেন্সিকে আপনার গুরুত্বপূর্ণ সময় ও পরামর্শ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সাক্ষাৎকার গ্রহণ: মজিদুল ইসলাম শাহ ( হাওজা নিউজ এজেন্সি, বাংলা বিভাগ)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha