সোমবার ১২ মে ২০২৫ - ১৬:৪০
ইরানের সঙ্গে যুদ্ধ চাইলে ট্রাম্প বোকামি করবেন: মার্কিন বিশেষজ্ঞ

বিশিষ্ট মার্কিন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মের্শাইমার বলেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান, তবে তা হবে চরম বোকামি।

হাওজা নিউজ এজেন্সি: এক সাক্ষাৎকারে মের্শাইমার বলেন, ট্রাম্প প্রতিনিয়ত নিজের অবস্থান বদলান এবং অনেক সময় স্ববিরোধী বক্তব্য দেন। তাই তাঁর হুমকিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়।

তিনি জানান, ইসরাইল ও আমেরিকার দৃষ্টিকোণ থেকে মূলত দুটি পথ খোলা—হয় চুক্তি, নয়তো বোমা হামলা। তবে ইরানের উপর হামলা চালানো হলে তা গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। তাই তাঁর মতে, ট্রাম্পের উচিত একটি নতুন পরমাণু চুক্তির চেষ্টা করা।

মের্শাইমার বলেন, ট্রাম্প হয়তো ২০১৫ সালের জেসিপিওএ সমঝোতার মতো একটি চুক্তিতে পৌঁছাতে চাইবেন, তবে তাতে অতিরিক্ত কিছু শর্ত সংযোজন করতে পারেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha