হাওজা নিউজ এজেন্সি: পবিত্র মহররম মাসের প্রথম দিনের এই শোক মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব সাজেদুল ইসলাম কুম্মি।
তিনি তাঁর বক্তব্যে কারবালার ঐতিহাসিক ঘটনার গভীরতা ও তা থেকে জীবনের শিক্ষা তুলে ধরেন। ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের ত্যাগ, ধৈর্য এবং সত্যের পথে অটল থাকার বার্তা শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। বক্তৃতায় তিনি বিশেষভাবে আহলে বাইত (আ.) এর প্রতি ভালোবাসা ও অনুসরণের আহ্বান জানান।
মজলিস শেষে মাতম ও নোহা পরিবেশিত হয় এবং হযরত আবু আবদিল্লাহ হুসাইনের (আ.) পবিত্র স্মৃতির প্রতি গভীর শোক প্রকাশ করা হয়।
আপনার কমেন্ট