রবিবার ২৯ জুন ২০২৫ - ২২:২৬
উপ-রাষ্ট্রপতি: যুদ্ধবিরতির মানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসান নয়

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্যেষ্ঠ উপ-রাষ্ট্রপতি ড. মোহাম্মদ রেজা আরেফ বলেছেন যে, দখলদার সিয়োনিস্ট সরকারের ওপর কখনোই আস্থা রাখা যায় না এবং যুদ্ধবিরতির মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জ্যেষ্ঠ উপ-রাষ্ট্রপতি ড. মোহাম্মদ রেজা আরেফ ইরনার নিউজ এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় বলেন, ইরানের বিরুদ্ধে ১২ দিনের সন্ত্রাসী আগ্রাসন মূলত চার দশকের পরোক্ষ যুদ্ধ শেষে এক সরাসরি যুদ্ধের সূচনা।

তিনি বলেন, আমেরিকার সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনার সময় এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা পশ্চিমাদের কূটনৈতিক প্রচেষ্টার পরাজয় নির্দেশ করে।

উপ-রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন সমস্যার পরও ইরানি জনগণ দেশ ও শাসনব্যবস্থার রক্ষায় উঠে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, এই ১২ দিনের যুদ্ধে শত্রু ইরানের শাসনব্যবস্থা ও সামাজিক কাঠামোকে ছিন্নভিন্ন করার উদ্দেশ্যে সন্ত্রাসী আগ্রাসন চালায়, কিন্তু আমাদের জনগণ ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবিলা করেছে এবং তাকে পরাজিত করেছে।

ড. আরেফ বলেন, এই বিজয় ইরান তার প্রতিরক্ষা প্রযুক্তি এবং নিজস্ব উৎপাদিত অস্ত্রশস্ত্রের মাধ্যমে অর্জন করেছে।
তিনি আরও বলেন, গত চার দশক ধরে শত্রু আমাদের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ চালিয়ে আসছিল, কিন্তু সাম্প্রতিক এই যুদ্ধে তার মুখোশ খুলে গেছে এবং সে সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমে এসেছে।

উপ-রাষ্ট্রপতি স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতির মানে যুদ্ধের সমাপ্তি নয়। সিয়োনিস্ট সরকারের ওপর কখনোই বিশ্বাস রাখা যায় না।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha