বুধবার ২ জুলাই ২০২৫ - ১০:৫৩
আনুষ্ঠানিকভাবে IAEA-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করল ইরান

পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক চাপের মাঝে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিল ইরান।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র সঙ্গে দেশের বিদ্যমান সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তেহরান বলছে, চলমান বৈশ্বিক চাপ, পক্ষপাতমূলক আচরণ এবং ইরানের স্বার্থ উপেক্ষার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—যা ইরান বরাবরই অস্বীকার করে আসছে।

ইরানের পরমাণু কেন্দ্রগুলোর উপর ইহুদিবাদী দখলদার ইসরায়েল ও আমেরিকার অবৈধ হামলা এবং আইএইএ’র নীরবতার কারণে তেহরান এই সিদ্ধান্ত নিল IAEA এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha