বুধবার ২ জুলাই ২০২৫ - ১২:৩৩
ইমাম হুসাইন (আ.)-এর শোকানুষ্ঠানে মাতম বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি

ইমাম হুসাইন (আ.)-এর শোকানুষ্ঠান বা মহররমের মাতম মুসলিম বিশ্বের এক গভীর আধ্যাত্মিক ও আবেগময় ঐতিহ্য। তবে এসব অনুষ্ঠানে কিছু আচরণ যেমন ‘লুতমা-যানি’ (বুক বা শরীরে আঘাত করা) নিয়ে শরিয়তের নির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: হুসাইনী ঐতিহ্যে কিছু কিছু আমল—যেমন লুতমা-যানি (শরীরে আঘাত করা)—শরিয়ত অনুযায়ী বিশদ পর্যালোচনার প্রয়োজন। এ বিষয়ে আয়াতুল্লাহ খামেনেয়ী একটি ইস্তেফতা (ধর্মীয় প্রশ্নের উত্তর) প্রদান করেছেন, যা আগ্রহী পাঠকদের জন্য এখানে উপস্থাপন করা হলো:

প্রশ্ন: ইমাম হুসাইন (আ.)-এর শোকানুষ্ঠানে লুতমা-যানি (শরীরে অস্বাভাবিক ও তীব্র আঘাত) করা কি শরিয়তসম্মত?

আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী’র জবাব: যদি শরীরের জন্য উল্লেখযোগ্য ক্ষতি (ক্ষত ও রক্তপাত) হয় অথবা এটি ইসলামের ভাবমূর্তি বা আহলুল বাইতের (আ.) শোকানুষ্ঠানের মর্যাদাকে ক্ষুণ্ন করে, তাহলে এ ধরনের লুতমা-যানি করা বৈধ নয়।

সূত্র: leader.ir – ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট

সংযোজন: ইমাম হুসাইন (আ.)-এর শোক পালনে আবেগ ও ভালোবাসা প্রকাশ অবশ্যই মহৎ একটি কাজ, তবে তা যেন শরীয়তের সীমার মধ্যে থাকে এবং ইসলাম ও আহলুল বাইত (আ.)-এর মর্যাদাকে সমুন্নত রাখে—সে বিষয়ে লক্ষ্য রাখা প্রত্যেক মুমিনের দায়িত্ব। শরীয়তের আলোকে আত্মনিয়ন্ত্রণ, সৌম্যতা ও সচেতনতা বজায় রেখেই মহররমের শোকানুষ্ঠান পালন করা উচিত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha