হাওজা নিউজ এজেন্সি: মোহাম্মদ ইসলামি বলেন, “এই হামলাগুলো দেখিয়েছে—যদি কারও কাছে শক্তি না থাকে, তবে তারা টিকে থাকতে পারবে না। ইরানি জাতি এই বাস্তবতাকে বুঝে নিয়েছে এবং এ অবস্থানে অটল থেকেছে।”
ইসলামি আরও জোর দিয়ে বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে বোমা মেরে ধ্বংস করা যাবে না। এটি একটি জাতীয় শিল্প, দেশীয় প্রযুক্তির ফসল—এটি আমাদের জনগণের আত্মার অংশ, এই মাটি ও এই জলভূমির আত্মার অংশ। তাই এর অগ্রগতি অপ্রতিরোধ্যভাবে চলবে।”
পরিশেষে তিনি বলেন, “পারমাণবিক অগ্রগতি কোনোভাবেই থামানো যাবে না। বরং তা আরও শক্তিশালী ও সুসংহত গতিতে এগিয়ে যাবে।”
আপনার কমেন্ট