শুক্রবার ৪ জুলাই ২০২৫ - ১৭:০৮
খুলনায় কারবালা ও হযরত আব্বাস (আ.)-এর শাহাদাত স্মরণে শোক মজলিস ও মিছিল

খুলনার কাসরে হুসাইনী ইমামবারগাহে অনুষ্ঠিত হলো হযরত আব্বাস আলামদার (আ.)-এর পবিত্র শাহাদাত স্মরণে এক শোকানুষ্ঠান ও মিছিল।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, খুলনার কাসরে হুসাইনী ইমামবারগাহে অনুষ্ঠিত হলো হযরত আব্বাস আলামদার (আ.)-এর পবিত্র শাহাদাত স্মরণে এক শোকানুষ্ঠান ও মিছিল। আয়োজনে ছিল আঞ্জুমান-এ-পাঞ্জাতনী ট্রাস্ট।

প্রধান বক্তা হুজ্জতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী তাঁর আলোচনায় বলেন—
“কারবালা কেবল একটি ইতিহাস নয়; এটি এক জীবন্ত আদর্শ। হযরত আব্বাস (আ.) ছিলেন ইমাম হুসাইন (আ.)-এর বিশ্বস্ত সাথী—যাঁর সাহস, আনুগত্য ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা দেয়।”

অনুষ্ঠানে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের ওলামায়ে কেরাম উপস্থিত থেকে কারবালার শিক্ষা ও মুসলিম ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। সম্মিলিত ওলামা পরিষদের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা ইব্রাহীম ফয়জুল্লাহ।

শোক মজলিস শেষে অনুষ্ঠিত হয় এক বিশাল শোক মিছিল, যা পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতনী ট্রাস্ট-এর সভাপতি মোঃ ইকবাল। “হায় আব্বাস!” ও “ইয়া হুসাইন!” ধ্বনিতে মুখরিত হয়ে উঠে খুলনার রাজপথ।

এই আয়োজন খুলনায় কারবালার বাণী ও হযরত আব্বাস (আ.)-এর আত্মত্যাগের শিক্ষা আরও গভীরভাবে মানুষের হৃদয়ে পৌঁছে দেয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha