হাওজা নিউজ এজেন্সি: আয়োজিত “ইয়াওমে জবহে আজিম কনফারেন্স-২০২৫” মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রামের ওষখাইনীরী নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী ওষখাইনীরি আল কুরাইশী।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত খানকাহ শরীফ—দরবারে আলীয়া আশরাফীয়া খানকাহে ফরিদিয়া কিছৌছা শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ ফয়জান আশরাফ আশরাফী আল জিলানী।
এ মহতি আয়োজনে বক্তারা কারবালার চেতনা, আত্মত্যাগ ও সত্যের পথে অবিচল থাকার গুরুত্ব তুলে ধরেন। হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।
আপনার কমেন্ট