শনিবার ৫ জুলাই ২০২৫ - ১৬:০০
ইমাম হুসাইন (আ.) হলেন মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নিজাত: মাওলানা আসগর আলী সাহেব

"আজ যে আযান বাকি আছে, সেটি ইমাম হুসাইন (আ.) এর জন্যই বাকি আছে"

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, [৫ জুলাই ২০২৫] – পবিত্র মহরম উপলক্ষে আয়োজিত এক শোকসভার (মজলিস) ভাষণে জনাব মাওলানা আসগর আলী সাহেব ইমাম হুসাইন (আ.) এর চেতনা, ত্যাগ ও আদর্শের উপর গুরুত্বারোপ করেন। 
তিনি বলেন, “ইমাম হুসাইন (আ.) হলেন মিসবাহুল হুদা (হেদায়তের বাতি) এবং সাফিনাতুন নিজাত (নাজাতের নৌকা)। তিনি কেবল একটি সময়ের জন্য নয়, বরং চিরন্তন সত্য ও ন্যায়ের প্রতীক।”

মাওলানা আসগর আলী বলেন, “কারবালার প্রান্তরে হুসাইন (আ.) এর কুরবানির মাধ্যমে ইসলাম তার প্রকৃত রূপে টিকে গেছে। আজ যে আযান বাকি আছে, সেটি ইমাম হুসাইন (আ.) এর জন্যই বাকি আছে। তাঁর আত্মত্যাগই ইসলামকে পুনরুজ্জীবিত করেছে, এবং আমরা আজও সেই আযানের ধ্বনি শুনতে পাচ্ছি তারই বদৌলতে।”

তিনি আরও বলেন, “কারবালার শিক্ষা হলো অন্যায়ের সামনে মাথা নত না করা। হুসাইন (আ.) শুধুমাত্র এক ব্যক্তির নাম নয়, বরং একটি আদর্শ – যে আদর্শ প্রতিরোধ, আত্মত্যাগ ও মানবতার ভিত্তিতে গড়ে উঠেছে।”

মজলিসে উপস্থিত শোকার্ত মুমিনদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “আমরা যেন কেবল শোক প্রকাশেই সীমাবদ্ধ না থেকে, ইমাম হুসাইন (আ.) এর জীবন ও আদর্শ অনুসরণ করি এবং সমাজে ন্যায় ও নৈতিকতার প্রতিষ্ঠা করি।”

এই মজলিসে বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন এবং তাঁরা গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে ইমাম হুসাইন (আ.) এর স্মরণে অশ্রুসিক্ত হন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha