হাওযা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বড়ো মির্জাপুর, [৫ জুলাই ২০২৫]: কারবালার শহীদ ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের শাহাদাতের স্মরণে বড়ো মির্জাপুর গ্রামে এক হৃদয়গ্রাহী ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সাবীলের আয়োজন করা হয়। এই আয়োজনের উদ্যোক্তা ছিলো ‘আনসারে হোসায়নী যুব কমিটি’, যারা প্রতিবছর মহরম মাসে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।
সাবীল আয়োজনে তৃষ্ণার্ত কারবালার স্মৃতিকে হৃদয়ে ধারণ করে গ্রামবাসীদের মাঝে পানি ও শরবত বিতরণ করা হয়। এ সময় কালো ব্যানার, পতাকা এবং ইমাম হুসাইন (আ.)-এর বাণী সম্বলিত পোস্টার দিয়ে পুরো এলাকা সাজানো হয়।
বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন এবং ইমাম হুসাইনের (আ.) আত্মত্যাগের শিক্ষা নিয়ে অনুপ্রাণিত হন।
আনসারে হোসায়নী যুব কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই সাবীল আয়োজন শুধুমাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মানবতা, ন্যায় এবং সত্যের পক্ষে দাঁড়ানোর এক প্রতীক। তাঁরা জানান, আগামী দিনগুলোতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এই আয়োজন শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং একটি সমাজিক বন্ধনের প্রতীক হয়ে উঠেছে বড়ো মির্জাপুর গ্রামে।
আয়োজন: আনসারে হোসায়নী যুব কমিটি
আপনার কমেন্ট