হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, দিল্লি, ৬ জুলাই ২০২৫:
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে শনিবার এক অনন্য চিত্র দেখা গেল — নানা ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে পালন করলেন কারবালার বীর হযরত ইমাম হুসাইনের শোক।
প্রতি বছর ইসলামি বর্ষপঞ্জির মহররম মাসে অনুষ্ঠিত হয় ইমাম হুসাইনের স্মরণে এই শোকানুষ্ঠান, যা মুসলিম সমাজে বিশেষভাবে গুরুত্ব পায়। তবে এবারের আয়োজনে শুধুমাত্র মুসলিমরাই নয়, হিন্দু, শিখ, খ্রিস্টান এমনকি অন্যান্য ধর্মাবলম্বীরাও অংশগ্রহণ করেন।
দিল্লির বিভিন্ন অঞ্চল — জামে মসজিদ, কাশ্মীরি গেট, করোলবাগ, ও জাফরাবাদ — এ মজলিস, শোকযাত্রা (তাজিয়া) ও দোয়ার আসর অনুষ্ঠিত হয়। অনেকে হাতে কালো পতাকা ও 'ইয়া হুসাইন' লেখা ব্যানার নিয়ে মিছিল করেন। ছোট থেকে বড়—সব বয়সের মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমাজকর্মী বলেন, "ইমাম হুসাইন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক। তাঁর আত্মত্যাগ শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবতার জন্য অনুপ্রেরণা।"
এমন সম্মিলিত উপস্থিতি দিল্লির সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। একসাথে দাঁড়িয়ে মানুষ যেন বার্তা দিচ্ছেন — ধর্মীয় বিভেদ নয়, বরং ন্যায়ের জন্য সম্মিলিত কণ্ঠই আমাদের পথপ্রদর্শক।
আপনার কমেন্ট