শনিবার ১২ জুলাই ২০২৫ - ০৯:১৬
রাশিয়া ও চীনের উচিত ইরানের পরমাণু অধিকারের পক্ষে স্পষ্টভাবে সমর্থন ঘোষণা করা

রাশিয়া ও চীনের উচিত ইরানের পরমাণু অধিকারের পক্ষে স্পষ্টভাবে সমর্থন ঘোষণা করা

হাওজা নিউজ এজেন্সি: মুস্তাকি বলেন, “রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলোর এখনই উচিত তাদের স্পষ্ট অবস্থান ঘোষণা করা, যাতে বিশ্বের সামনে এটি পরিষ্কার হয় যে ইরানের পরমাণু অধিকার স্বীকৃত।”

মুতাক্কি আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত। এজন্য তার অপসারণ জরুরি বলে তিনি মন্তব্য করেন।

তিনি পশ্চিমা দেশের চাপের বিষয়ে সতর্ক করে বলেন, “আমেরিকাসহ অন্য কোনো দেশের অনুরোধে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমাদের উচিত কৌশলগতভাবে পরিস্থিতি বিশ্লেষণ করে এগোনো। সেইসঙ্গে আমাদের অনড় অবস্থান হওয়া উচিত— ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অধিকার মেনে নেওয়া হবে কি না, সেটি তারা স্পষ্ট করুক।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha