মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ - ২১:৩২
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির বৈঠক

মঙ্গলবার মক্কায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠক ও আলোচনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: বৈঠকে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এর আগে মঙ্গলবার, ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকায়ী জানান, ব্রাজিল থেকে তেহরানে ফেরার পথে মক্কায় সংক্ষিপ্ত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং সেখানে সৌদি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

তিনি আরও জানান, আরাকচি মঙ্গলবার ব্রাজিল থেকে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান।

উল্লেখ্য, এর আগে রোববার আব্বাস আরাকচি ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তিনি সম্মেলনে ভাষণ দেন এবং অংশগ্রহণকারী বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha