বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ - ২১:১৫
আয়াতুল্লাহ খামেনির হত্যার পরিকল্পনার নিন্দা

ইসলাম ও ইনসাফের পক্ষে যারা দাঁড়িয়েছেন, তাদের নিরাপত্তা, সম্মান ও অবস্থান আমাদের সবার দায়িত্ব।

হাউজা নিউজ এজেন্সি: আসসালামু আলাইকুম, মাওলানা সাহেব। আজ আমরা এক গভীর ও উদ্বেগজনক বিষয়ে কথা বলতে চাই—আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে প্রকাশ্যে আসা হত্যার পরিকল্পনা নিয়ে। প্রথমেই, আপনি এই ঘটনার বিষয়ে কীভাবে প্রতিক্রিয়া জানাতে চান?

মাওলানা রেজাউল হক: ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গভীর উদ্বেগ ও ঘৃণা সহকারে এই কাপুরুষোচিত ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি। আয়াতুল্লাহ খামেনি শুধু ইরানের সর্বোচ্চ নেতা নন, তিনি গোটা উম্মাহর জন্য এক প্রাজ্ঞ, বিচক্ষণ ও দূরদর্শী আলেম। তাঁর বিরুদ্ধে এমন হত্যার পরিকল্পনা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং ইসলামী প্রতিরোধ আন্দোলনের ওপর আঘাত।
হাউজা নিউজ এজেন্সি: আপনি কি মনে করেন, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে?
মাওলানা রেজাউল হক: অবশ্যই। ইতিহাস বলে—যেখানে সত্য প্রতিষ্ঠা পায়, সেখানেই বাতিল শক্তির মাথাব্যথা শুরু হয়। আয়াতুল্লাহ খামেনি যেমন জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার, তেমনি পশ্চিমা সাম্রাজ্যবাদকেও মুখোশচ্যুত করেছেন। এসবই তাকে টার্গেট করার কারণ হতে পারে।

হাউজা নিউজ এজেন্সি: ইরানের জনগণ ও মুসলিম বিশ্বের জনগণের মাঝে এই ঘটনার প্রতিক্রিয়া কেমন হবে বলে আপনি মনে করেন?

মাওলানা রেজাউল হক: এই ধরনের ঘটনা ইমানদারদের ভয় দেখাতে পারবে না, বরং আরও একতাবদ্ধ করবে। আমরা দেখেছি, ইমাম হুসাইনের আদর্শ আজও মানুষের হৃদয়ে স্পন্দিত হয়। খামেনি সাহেব সেই পথের একজন সাহসী পথিক। এমন অপচেষ্টা উম্মাহর ঐক্যকে নষ্ট করতে পারবে না, বরং প্রতিরোধ আরও দৃঢ় হবে।

হাউজা নিউজ এজেন্সি: ভবিষ্যতের জন্য আপনার কোনো বার্তা আছে?

মাওলানা রেজাউল হক: আমার স্পষ্ট বার্তা—বিশ্ব মুসলিম উম্মাহকে জেগে উঠতে হবে। কেবল রাজনৈতিক নয়, আদর্শিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম ও ইনসাফের পক্ষে যারা দাঁড়িয়েছেন, তাদের নিরাপত্তা, সম্মান ও অবস্থান আমাদের সবার দায়িত্ব। আমি দোয়া করি, আল্লাহ আয়াতুল্লাহ খামেনিকে সুস্থ রাখুন, দীর্ঘ হায়াত দান করুন এবং শত্রুদের চক্রান্ত থেকে রক্ষা করুন।

হাউজা নিউজ এজেন্সি: ধন্যবাদ, মাওলানা সাহেব। আপনার মূল্যবান সময় এবং গভীর বিশ্লেষণের জন্য কৃতজ্ঞতা জানাই।

মাওলানা রেজাউল হক: জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের সবাইকে হক ও সাবরের পথে রাখুন। আমিন।

সাক্ষাৎকার গ্রহণ: মজিদুল ইসলাম শাহ 

আপনার কমেন্ট

You are replying to: .
captcha