শনিবার ১৯ জুলাই ২০২৫ - ১২:৪১
কম্পিউটারে দাবা ও পাশা খেলা কি জায়েজ?

আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসেইনি সিস্তানি কম্পিউটারে দাবা ও তাখতে নর্দ (নরদ বা পাশা) খেলার শরয়ী হুকুম সম্পর্কে একটি ইসতেফতার (ধর্মীয় প্রশ্নোত্তর)-এর জবাব দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বহু প্রথাগত খেলা ও কার্যকলাপ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো মানসিক কৌশলের খেলা দাবা ও তাখতে নর্দ (backgammon বা পাশা), যা এখন অনেকেই কম্পিউটারের মাধ্যমে খেলেন। এ প্রেক্ষিতে অনেকের মনে প্রশ্ন উঠেছে—এই খেলা কম্পিউটারে খেলা শরিয়তের দৃষ্টিতে বৈধ কি না!

প্রশ্ন: কম্পিউটারে দাবা বা তাখতে নর্দ (পাশা) খেলার শরয়ী হুকুম কী?

আয়াতুল্লাহ সিস্তানি’র জবাব: যদি কেউ কম্পিউটারের মাধ্যমে অন্য কারও সঙ্গে এই খেলা খেলেন, তা হারাম (নিষিদ্ধ)। আর ‘এহতিয়াত ওয়াজিব (বাধ্যতামূলক সাবধানতা)’-এর ভিত্তিতে, এককভাবে কম্পিউটারের বিরুদ্ধেও খেলাও জায়েজ (বৈধ) নয়।

উৎস: আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসেইনি সিস্তানির অফিসিয়াল ওয়েবসাইট

আপনার কমেন্ট

You are replying to: .
captcha